মেহেরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ শনিবার ভোর সাড়ে ৬টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬ টায় গাংনী উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ডাঃ আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তা, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, নির্বাহী সদস্য মাহাবুল ইসলাম ও সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post