২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৫.৫১ মিনিটে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে এবং ৬.১০ মিনিটে শাহ মোস্তাফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের মহান শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও- ১ মোঃ আব্দুল হাই চৌধুরী, ডিআইও-২ মোহাম্মদ আবুল হোসেন, সদর মডেল থানার অফিসারসহ অন্যারা।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//

Discussion about this post