মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়ের মাটি চাপায় তিন শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল কুলাউড়া উপজেলার ইসলামনগর গ্রামের তছলিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৩), আব্দুল করিমের ছেলে কবির আহমদ (১০), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান, ধারণা করা হচ্ছে শনিবার দুপুরের দিকে ওই তিন শিশু এক সাথে ভাটেরা রাবার বাগান এলাকায় (মাছরাঙা) পাখির বাসার গর্ত থেকে ছানা ধরতে গেলে পাহাড় ধসে এ ঘটনা ঘটে। এসময় তিনজনই মাটি চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত একজনের হাত দেখে সনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্বার করে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ঘটঁনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় রাবার বাগানের ভিতরে ঘাগরাছড়া টিলায় পাখির বাসা দেখতে পেয়ে এই তিন শিশু ঢিলার গর্তে ঢোকে। গর্তে ঢোকামাত্র ঢিলার মাটি ধসে এ মর্মান্তিক ঘঁনা ঘটে। তাৎক্ষনিক এলাকাবাসীূ তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মুত ঘোষনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিনয় ভূষণ রায় চক্রবর্তী।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//

Discussion about this post