কলকাতার মীরাক্কেল আজ (২৮ মার্চ/২২) বসুন্ধরার টগি ফান ওয়াল্ডে এসেছিলেন। মিরাক্কেল খ্যাত ভারতীয় কৌতুক অভিনেতার সাথে ছিলেন লেখক ইন্দ্রজিৎ লাহিড়ী।

দৈনিক দেশতথ্যের একটি টিম ওই সময় টগি ফান ওয়াল্ডে ছিল। তারা হঠাৎ করে দেখলো একদল লোক নিয়ে টগি ফান ওয়াল্ডের চলন্ত সিঁড়ি ধরে উপরে উঠছেন কলকাতার মীরাক্কেল ওরফে মীর আফসার আলী। অমনি শুরু হলো তাকে ফলো করা।
বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত বিস্তৃত টগি ফান ওয়ার্ল্ডে আয়োজন দেখে মীর আফসার আলীর হলো আক্কেল গুড়ুম। তিনি লেজার ট্যাগ, পেইন্ বল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি গেমের মতো রোমাঞ্চকর সব গেইম দেখে হলেন অভিভূত। শিশুর মতো করে এক রাইড থেকে অন্য রাইডে উঠা শুরু করলেন। প্রায় তিন ঘন্টা বিভিন্ন গেমস খেলে ও রাইডে চড়েও তারা ক্লান্ত হলোনা।
জানা গেল, তার ব্যক্তিগত ফুড ব্লগিং “ফুডকা” নামের একটি টিম আছে। সেই টিমের কাজেই তিনি এসেছিলেন। ফুডকার দল বসুন্ধরা সিটি সপিং মলে এসে খাওয়ার গল্প বাদ দিয়ে নিজেদেরকে নিয়ে হারিয়ে গিয়ে ছিলেন টগি ফান ওয়াল্ডের জগতে। ফুডকা টিমের সাথে ছিলেন মিরাক্কেল খ্যাত বাংলাদেশের সজল এবং বাংলাদেশের অভিনেতা ও ফুড ব্লগার আদনান হিল্লোল।
মীর আফসার আলী বললেন, “খাওয়ার গল্প তো রোজকার কথা। কিন্তু বাংলাদেশে এসে যদি এই থিম পার্ক না আসি তবে এ ভ্রমণ সত্যই বৃথা যেত। যদি কেউ গেম জোনে না আসে তবে বুঝতে পারবে না যে এই ভবনেই এতো বড় আয়োজন আছে। বিদেশের গেম জোনগুলোতে গেলে যে ধরণের অনুভূতি কাজ করে সেই একই অনুভূতি এখানে পাওয়া যাচ্ছে।”
এদিকে মীর কে পেয়ে সব বয়সী মানুষের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। পাশাপাশি শিশুরাও মীর এর সাথে তাদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে পিছিয়ে ছিলোনা।
মীর আফসার আলী আরও বলেন, ২০১২ সালে প্রথম ঢাকায় এসেছিলাম। ফের ২০১৯ এ যখন শেষ ঢাকায় আসি তখন প্ল্যান ছিল, বসুন্ধরা সিটির আল্টিমেট ফান ফ্যাক্টরীতে যাবোই যাব। কিন্তু করোনা মহামারীর জন্য সুযোগ করে আসা হয়নি। তাই এবারের যাত্রায় লিস্ট এর শুরুতেই ছিল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ভার্টিক্যাল থিম পার্ক। কিন্তু এখানে এসে জানতে পারলাম ফান ফ্যাক্টরী আর নেই। শুনেই মনটা খারাপ হয়ে গেল। পরে আবার জানতে পারলাম বাচ্চাদের “টগি ওয়ার্ল্ড” আর বড়দের “আল্টিমেট ফান ফ্যাক্টরী”মিলিয়ে নতুন রুপে এসেছে “টগি ফান ওয়ার্ল্ড”। তাই এখানে আসতে মোটেও দেরী করিনি।
উল্লেখ্য, বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় র্ভাচ্যুয়াল থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে। যেখানে বাস্তব খেলাধুলা এবং ভার্চুয়াল রিয়ালিটির মিশ্রনে অসাধারণ সব আয়োজন রয়েছে।
এই থিম পার্ক কেবল বাচ্চাদের আদলে তৈরি নয়, এখানে আয়োজন রয়েছে সব বয়সীদের জন্য। টগি ফান ওয়ার্ল্ড এর কর্তৃপক্ষ বলছেন, পুরো আয়োজনের মূল লক্ষ্য সব মানুষ যেন রোমাঞ্চ জয়ের আনন্দ মনে নিয়ে বেড়ে ওঠে।
এবি//দৈনিক দেশতথ্য//২৮ মার্চ ২০২২//

Discussion about this post