হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আমেনা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে কুষ্টিয়া – মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ সড়কের খয়েরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার আমলা ইউপির খয়েরপুর গোরস্থান পাড়ার মুক্তার আলীর স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা উল্লেখিত স্থানে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল এর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post