কুষ্টিয়ায় অপহরণের চার দিন পর র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্র মো: নাঈম (১৩) উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কুষ্টিয়ার পোড়াদহ স্কুল মাঠের পাশ থেকে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান জানান, মাদ্রাসা ছাত্র নাঈমকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন একটি অভিযোগ পেয়ে র্যাবের একটি দল তাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য মাঠে নামে। অপহরণকারীদের মোবাইল নাম্বার ট্রাকিং করার পর বৃহস্পতিবার দুপুরে অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদের গ্রেফতারের জন্য অভিযান এখনো চলমান রয়েছে।
প্রসঙ্গত গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিয়ে আসছিলেন।
কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//

Discussion about this post