মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরের ঐতিহ্য কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতার নবনির্মিত মন্দিরের উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে মির্জাপুর উপজেলা সদরের কালীবাড়ি রোডে নবনির্মিত মন্দিরের উদ্ধোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বি. ডি.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
মন্দির কমিটির সভাপতি বাবু সুভাষ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসদ্দি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বাবু সুভাষ চন্দ্র সাহা, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ, বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বাবু উত্তম কুমার সেন লালু, উপজেলা আওযামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উত্তর রোয়াইল সেবাশ্রমের ব্রক্ষচারী বিবেক মহারাজ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী ও মন্দির কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পুজা উদযাপন পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী শংকর এবং স্বপন মন্ডল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post