সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক নঈম নিজাম মঙ্গলবার পদত্যাগ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগতভাবে একমত নই। সেই কারণে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদক পরিষদের একটি সূত্র জানায়, পরিষদ সভাপতি মাহফুজ আনাম সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে চলছেন। সংবাদপত্র মালিকদের কারও কারও বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসাচারে লিপ্ত রয়েছেন। এ বিষয়টি নিয়ে সভাপতি মাহফুজ আনামের সঙ্গে সাধারণ সম্পাদক নঈম নিজামের তীব্র মতভেদ দেখা দেয়।
সাধারণ সম্পাদক কুৎসাচার প্রচার থেকে সভাপতিকে নিবৃত্ত করার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দেন যে, পরিষদ সদস্যদের সম্পাদিত পত্রিকার মালিকদের বিরুদ্ধে নেওয়া সভাপতির অশোভন ও অনৈতিক ভূমিকার বিরুদ্ধে তিনি প্রকাশ্য অবস্থান নেবেন।
সম্পাদক পরিষদের সভাপতি ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
সভাপতি মাহফুজ আনামের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে নঈম নিজাম গতকাল মঙ্গলবার ওই পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post