মেহেরপুরে ৫০ পিস ইয়াবা ও ১হাজার টাকার ৫টি জাল নোটসহ জোহরা আক্তার (৪০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভা এলাকাধীন গোরস্থান পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জোহরা আক্তার পৌরসভা এলাকাধীন গোরস্থানপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, বাড়িতে মাদক ও জাল টাকা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১হাজার টাকার পাঁচটি জাল নোট উদ্ধার করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আটককৃত জোহরা আক্তার এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাল টাকা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//

Discussion about this post