সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে থানা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কর্মসুচীর ভার্চ্যুয়ালী উদ্বোধনকৃত অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর ভার্চ্যুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় ওই দিন সাপাহার থানা পুলিশের আয়োজনে থানা চত্বওে ওই উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এসময় সাপাহার পোরশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, ওসি (তদন্ত) আল মাহমুদ সহ থানার সকল পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post