সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ভাস্কর্য বিকৃতির প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিউল হাসান অপু, জেলা যুবদলের সভাপতি আল-আমিন রানা, সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, শহর বিএনপির নেতা শওকত হাসান বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Discussion about this post