মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল কেন্দ্রীয় কবরস্থান থেকে দুইটি কঙ্কাল চুরি হয়েছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসি ও পুলিশ সুত্র জানিয়েছে।
আজ বুধবার গোড়াইল গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মৃধা ও শিপলু দেওয়ান জানায়, ৮/৯ মাস পুর্বে গোড়াইল গ্রামের আলহাজ¦ মিয়া (৬৪) এবং ফুলভানু বেগম (৬০) মারা যায়। তাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে গোড়াইল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। গতকাল মঙ্গলবার রাতের আঁধারে চুরের দল কবরস্থানে হানা দিয়ে কবর খুড়ে দুইটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। তারা কঙ্কাল চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে।
উল্লেখ্য যে, গত দুই বছর পুর্বে ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের সামাজিক কবরস্থান থেকে ৮-১০ টি এবং জামুর্কি ইউনিয়নের বানিয়ারা গ্রামের কেন্দ্রীয় কবরস্থান থেকে একই কায়দায় ১০-১২ টি কঙ্কাল চুরি হয়েছিল। ঐ দুটি ঘটনায় থানায় অভিযোগ হলেও আজ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হেল তিনি বলেন, গোড়াইল গ্রামে কেন্দ্রীয় কবরস্থান থেকে কবর খুড়ে দুইটি কঙ্কাল চুরি হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তদন্ত চলছে।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Discussion about this post