বৃদ্ধা মা জয়নব বেগম যন্ত্রণায় কাতরাচ্ছে
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: স্ত্রীর কথা শুনে বৃদ্ধা মাকে পিটিয়ে গুরুতর জখম করেছে পাষন্ড দুই ছেলে। পুত্রবধু ও দুই ছেলের ভয়ে বৃদ্ধা চিকিৎসা নিতে পারছেন না। এমনকি আইনের আশ্রয়ও নিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামে চানু মার্কেট এলাকায় এ অমানবিক ঘটনা ঘটেছে। বৃদ্ধা জয়নব বেগম (৬০) এখন যন্ত্রণায় কাতরাচ্ছে।
আজ বুধবার গায়রাবেতিল এলাকার বাসিন্দা মোশারফ হোসেন ও অমিত হাসান জানায়, বৃদ্ধা জয়নব বেগমের স্বামীর নাম মৃত মতিয়ার রহমান। তার দুই ছেলে জংগু (৪০) এবং জামান (৩৫) তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। এলাকার লোকজন াবিযোগ করেন, জংগু ও জামানের স্ত্রী গরু ছাগল লালন পালন করে। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) গরু ও ছাগল লালন পালন নিয়ে বৃদ্ধা জয়নব বেগমের সঙ্গে দুই পুত্রবধুর কথাকাটাকাটি হয়। বিকেলের দিকে জয়নব বেগমের দুই পুত্র বাড়ি এলে পুত্রবধুরা মিলে স্বামীর কাছে বিচার দেয় মাকে শাসন করার জন্য। স্ত্রীর কথা শুনে পাষন্ড পুত্র অসহায় বৃদ্ধা মা জয়নব বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে শরীর ক্ষত বিক্ষত করে। আশপাশের লোকজন ঘটনা দেখে ছেলেদের কবল থেকে তার মাকে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোবের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে।
এ ব্যাপারে বৃদ্ধা জয়নব বেগম গনমাধ্যম কর্মীদের বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই আমার দুই ছেলে ও পুত্রবধুরা আমাকে বাড়ি ছাড়া করার জন্য অত্যাচার নির্যাতন করে আসছে। এ নিয়ে এলাকায় কোন বিচার পাচ্ছি না। তারা আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।
এ ব্যাপারে জয়নব বেগমের ছেলে জংগু ও জামান এবং দুই পুত্রবধু গনমাধ্যম কর্মীদের বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি পরে গিয়ে জখম হয়েছে। আমরা তাকে পিটিয়ে আহত করিনি।
স্থানীয় ইউপি মেম্বার মো. সাদেক আলী বলেন, জয়নব বেগমকে পিটিয়ে আহত করা হয়েছে এমন অভিযোগ লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে ব্যবস্তা নেওয়া হবে।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন বলেন, এলাকার লোকজন এবং গনমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি গায়রাবেতিল গ্রামে দুই পুত্র ও পুত্রবধু মিলে তার বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে। কিন্ত তার পরিবার থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

Discussion about this post