শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গ্রাম থেকে অর্পিতা মল্লিক জয়া নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। অর্পিতা মল্লিক জয়া উপজেলার শোভনা গ্রামের অসীত মল্লিকের মেয়ে ও ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। মা কৃষ্ণা মল্লিক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স।
শুক্রবার (১৫ এপ্রিল) ডুমুরিয়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, অর্পিতা বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লেখে, ‘‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক।”
এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিঞা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়িতে ফেরে।
পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে তাদের মেয়ের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। এরপর মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, সুরতহালে অর্পিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে মৃতদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে
এ ঘটনায় অর্পিতার মা কৃষ্ণা মল্লিক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন ।
তবে অর্পিতার বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ব্যবহৃত ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসে লেখা, ‘‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক” ও রাতে আত্মহত্যার বিষটি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post