ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় প্রথম স্থান অর্জন করেছে অংকুর নাট্য একাডেমী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের উজির আলী স্কুল থেকে মঙ্গলশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে সাজ সজ্জায় প্রথম স্থান অর্জন করেছে অংকুর নাট্য একাডেমী। সংগঠনটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস বলেন, অংকুর নাট্য একাডেমী বরাবরই আলাদা সাজসজ্জার মাধ্যমে বর্ষবরণ করে আসছে। এবারও ছিল ব্যতিক্রমী আয়োজন।
শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post