মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে শ্বশুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পুত্রবধু । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুত্রবধু উল্লেখ করেন, তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে মামলা দিয়ে হয়রানী করছেন তার শ্বশুর। আজ বুধবার (২০ এপ্রিল) মির্জাপুর প্রেসক্লবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভূক্তভোগী পুত্রবধু তছলিমা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন ভূক্তভোগী তছলিমা আক্তার। লিখিত বক্তব্যে তছলিমা আক্তার জানান, ২২ বছর আগে উপজেলার গোড়াই সোহাগপাড়া গ্রামের আন্তু মিয়ার ছেলে আব্দুল বাছেদের সাথে তার বিয়ে হয়। আন্তু মিয়া পেশায় চায়ের দোকানদার। গত তিন বছর পূর্বে আমার শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুড় দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় শাশুড়ির আত্মীয় স্বজন তছলিমা ও তার স্বামীর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ শুরু করে। এক পর্যায়ে আন্তু মিয়া দ্বিতীয় স্ত্রী নিয়ে যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যায়। এরপর বাড়ির সামনের অংশ থেকে জমি লিখে দিতে তছলিমার স্বামী বাছেদকে ক্রমাগত চাপ দেয়। এতে সে অস্বীকৃতি জানায়।
পরে গত ২০২১ সালের ২২ জুলাই তছলিমা জানতে পারেন, শ্বশুর আন্তু মিয়া তার নামে ৪০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেছেন। তছলিমা অভিযোগ করেন, উল্লেখিত ওই চেকে তিনি স্বাক্ষর করেননি। তার ননদের স্বামী নাসিরকে দিয়ে চেক বইটি চুরি করে স্বাক্ষর জাল করা হয়। পরে এনআরবিসি ব্যাংক গোড়াই শাখায় গচ্ছিত টাকা আত্মসাতের চেষ্টা করে ব্যার্থ হয়ে টাঙ্গাইল কোর্টে মিথ্যা মামলা করেন। এই ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোন সুরাহা হয়নি বলে তছলিমা জানান।
সংবাদ সম্মেলনে তছলিমার স্বামী আব্দুল বাছেদ, সোহাগপাড়া গ্রামের আফাজ উদ্দিন, সুরপান আলী, লিয়াকত আলী, মজনু মিয়া, শুকুর আলী ও মাহমুদুল হাসান টিটু উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে তছলিমার শ্বশুর আন্তু মিয়ার সাঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমার ছেলে বাছেদ জমি কেনার কথা বলে আমার নিকট থেকে ৪০ লাখ টাকা ধার নিয়েছিলো। টাকা ফেরত চাইলে ছেলের বউ ৪০ লাখ টাকার একটি চেক দেয়। ব্যাংকে গেলে এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে আমি কোর্টে মামলা করেছি।
এ ব্যাপারে গোড়াই ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এলাকায় একাধিকবার বিচার শালিস হয়েছে। তবে তছলিমার ননদের স্বামী নাসির এবং জমি সংক্রান্ত বিষয়ে আন্তু মিয়া ও ছেলে বাছেদের সাথে দ্বন্দের জের ধরে এই মামলা হয়েছে।
এব্যাপারে এনআরবিসি ব্যাংক গোড়াই শাখার ব্যাবস্থাপক মো. হারুন অর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী কোন চেক আসলেই প্রথমে দেখা হয় চেকে উল্লেখিত টাকা এ্যাকাউন্টে আছে কিনা। চেকে উল্লেখিত টাকা এ্যাকাউন্টে না থাকায় চেকটি ডিজঅনার করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post