কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৩নং তালবাড়িয়া ও ৪নং বারুইপাড়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া, পদ্মা নদীর পাড় ভেঙ্গে, হুমকির সম্মুখীন জনপদের বাসিন্দারা। নদী ভাঙ্গন রোধে ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
বৃহষ্পতিবার বেলা ১১টায় তালবাড়িয়া ইউনিয়নের বালুঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে আমাদের ঘর বাড়ি হুমকির মুখে। হান্নান মন্ডল আমাদের কথা চিন্তা করে দুই দুই বার বালুর ঘাট ইজারা নেননি কিন্তু এবার আনোয়ার আলীর ছেলে তনুর লোকজন মিলে ইজারা নিয়ে বালু তুলতে শুরু করেছে। এই বালু তোলা বন্ধ না করলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। বড় বড় নৌকা বা ট্রলার এসে ঘাটে অবস্থান করলে বড় বড় জিও ব্যাগ ফেটে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকারের দেয়া রক্ষা করা বাধ হুমকীর মুখে পরবে। সেই সাথে নদী অববাহীকায় নদীর গতিপথ পরিবর্তন হবে যার ফলে আবারও নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হবে। মানববন্ধন শেষে তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান মন্ডল তিনি বলেন, অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে, অবিলম্বে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধসহ ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। স্থানীয় জনগণের বাড়ি ঘর জায়গা জমি ক্ষতি হয় এমন কাজ আমি করতে দেব না। আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে যেমন তাদের কথা চিন্তা করে বালির ঘাট ছেড়ে দিয়েছি তেমনিভাবে এগুলো প্রতিহত করতে সর্বপরি পদক্ষেপ এলাকাবাসির পক্ষে কাজ করবো।
এবি//দৈনিক দেশতথ্য//২২ এপ্রিল,২০২২//

Discussion about this post