কুমারখালী উপজেলা বাগুলাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় দুদকুমড়া খালবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার বিশ্বাস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদ মেজবাউর রহমান পিন্টু, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, ওহিদুল ইসলাম সাবু, অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, আমিরুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আল কামাল মোস্তফা, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাগীর কোরাইশি, কুমারখালী উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি ঝন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বর, কুমারখালী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আকমল হোসেন, ফেরদৌস খন্দকার পরাগ, কামরুল ইসলাম খান, শরিফুল ইসলাম, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক রাশেদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আল রায়হান ফেরদৌস, জগন্নাথপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদকী ইউনিয়ন যুবদলের সভাপতি হুমাউন কবির মিতুল।
সম্মেলনে মোঃ গোলাম সরোয়ার বিশ্বাস-কে সভাপতি, মোহাম্মদ আলী-কে সাধারন সম্পাদক এবং শাহিনুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক করে বাগুলাট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। কিন্তু সেদিকে সরকারের কোনো নজর নেই, তারা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। সঙ্কট উত্তোরণে এই সরকারকে বিদায় করতে হবে। এই অবিলম্বে পদত্যাগ না করলে নব্বইয়ের চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে পতন ঘটানো হবে।
এবি//দৈনিক দেশতথ্য//২২ এপ্রিল,২০২২//

Discussion about this post