মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ সেন্টার (পিটিসিতে) ডিআইজির উদ্যোগে ৬৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) বেলা এগাটায় পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড মাঠে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. ময়নুল ইসলাম এনডিসি, কমান্ড্যান্ট পিটিসি।
পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান জানান, পিটিসিতে কর্মরত ৪০০শ জন পুলিশ সদস্য ও পিটিসির পাশর্^বর্তী ভাতকুড়া, ছাওয়ালীসহ কয়েকটি গ্রামের ২৫০ জন দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি এক কেজি চিনিগুড়া পোলাউর চাল, এক লিটার তেল, ২৫০ গ্রাম ঢ়ি, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, ২০০শ গ্রাম গুড়া দুধ, এক প্যাকেট মাংসের মসলা এবং ২৫০ গ্রাম কিসমিস দেওয়া হয়।
এ সময় পিটিসির অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল গক, সহকারী পুলিশ সুপার মো. রুবেল হক, সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন খান, আব্দুল আউলাল সরতার এবং পরিদর্শক আরআইসহ পিটিসির অন্যান্য কর্মকর্তাগন।
এ ব্যাপারে প্রধান অথিতি ডিআইজি মো. ময়নুল ইসলাম এনডিসি বলেন, ঈদ মানে খুঁশি, ঈদ মানেই আনন্দ। ঈদের খুঁশি ভাগাভাগি করে নেওয়ার জন্য পিটিসির উদ্যোগে কিছু অসহায় পরিবার এবং কিছু পুলিশ সদস্যদের মাঝে উপহার দেওয়া হয়েছে। পিটিসি ইতিপুর্বেও করোনা মহামারীসহ শীত ও বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের মাঝেও অসহায়দের পাশে দাড়িয়ে খাদ্য, গরম কাপড় ও ঔষধ সামগ্রী বিতরন করেছে। ভবিষ্যতেও তাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Discussion about this post