কুষ্টিয়া ব্যাটলিয়ন (৪৭ বিজিবি)’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া ব্যাটলিয়ন (৪৭ বিজিবি)’ তে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মহাম্মদ জাভেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, চুয়াডাঙ্গা ৬ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইশতিয়াক আহমেদ, ৪৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রাকিবুল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ। ইফতার পূর্ব দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬,২০২২//

Discussion about this post