দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।
নিখোঁজদ্বয় হলেন ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ ও একাদশ শ্রেণীর ছাত্র এবং ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী ও কুমির উদ্দিনের ছেলে সামিরুল ইসলাম সম্রাট।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম স¤্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে গিয়ে পড়ে। এসময় সামিরুল ও স¤্রাট বলটি উদ্ধারে নদীতে নামে। কিন্তু ওই সময় তীব্র ¯্রােতে তারা পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়েও কোন সন্ধান পায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদ্বয়কে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, বৃহষ্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নদীতে নেমে দুইজন নিখোঁদের সংবাদ পেয়ে আমাদের ভেড়ামারা ইউনিটের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসে ডুবুরী দল না থাকায় ইতোমধ্যে খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। ডুবুরী দল এসে পৌছুলে নিখোঁজ দুইজনকে উদ্ধারে চুড়ান্ত অভিযান শুরু হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post