শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) :পাইকগাছার গড়ইখালীতে তরমুজের কাস্টার প্রদর্মশীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্জ্ব মো: আক্তারুজ্জামান বাবু।
শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার গড়ইখালী ইউনিয়নের কানাখালীতে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ, প্রোজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এর আওতায় রবি/২০২১-২২ অর্থবছরে বাস্তবায়িত তরমুজের কাস্টার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু , উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম (কেরু) সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post