স্টাফ রিপোর্টার:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাত জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪২ শতাংশ।
মঙ্গলবার (৩ মে) এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির অংশ হিসেবে আজ তা প্রকাশ করে।
তবে এই সময়ে করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। এর আগেই মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে পৌঁছায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৮ জন মানুষ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন মানুষ।
এদিনে ১ হাজার ৬৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৬৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। দেশে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post