আল-হেলাল সুনামগঞ্জ : মঙ্গলবার (৩মে) সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শুরু করার আগে হাজারো মুসল্লিদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী একথা বলেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী কোন অসৎ কাজ করেন না। উনার কোন নিজস্ব ব্যবসা বানিজ্য নাই। তিনি শুধু অবকাঠোমোগত উন্নয়ন নয় ও মানুষের নৈতিক মূল্যবোধ ও শুদ্ধাচারসহ ঈমানী উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। সেই জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪
আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এদিকে ঈদের নামাজ আদায় করতে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন হাজার মুসল্লি। তখন ঈদগাহর চারদিকে পুলিশ, র্যাব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পরে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর আমন্ত্রণে ঈদের দিন দুপুরে পুলিশ লাইন ময়দানে ঈদ আড্ডা এবং রাত ৮টায় জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে অংশগ্রহন করেন মন্ত্রী।
এতে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ,পিএসসির সাবেক চেয়ারম্যান ডঃ মুহাম্মদ সাদিক ও তার সহধর্মিনী সাবেক জেলা জজ জেসমিন বেগম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক,নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেন, বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডিডিএলজি মোহাম্মদ
জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ
সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,ডিআইও ওয়ান আব্দুল আজিজসহ অন্যান্য কর্মকর্তাগণ গণ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩,২০২২//

Discussion about this post