কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আলোকিত আমলার আয়োজনে ঈদ আনন্দ আলাপন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম হলে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃকামারুল আরেফিন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃমকবুল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী শেফালী আরেফিন,অধ্যক্ষ মোঃশরিফুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃআব্দুল গাফফার,মোঃএনামুল হোসেন,আ.স.ম. পারভেজ,জাতিয় সাঁতার প্রশিক্ষক মোঃআমিরুল ইসলাম,কুষ্টিয়া প্রকাশন এর সম্পাদক রাব্বুল ইসলাম খান, সাহিত্যিক ও ব্যাংকার হাসান টুটুল,বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ও আলোকিত আমলার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা,জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক মোঃমারফত আলী,রুয়েট প্রভাষক আব্দুল্লাহ আল মামুন,কুষ্টিয়া পল্লীবিদ্যুত সমিতির সভাপতি ও আলোকিত আমলার অন্যতম সংগঠক কাঞ্চন কুমার, শোয়াইব আনসারি টুটুল, আশাদুল হক মিল্টন,আমিরুল ইসলাম,জনাব সাইফুজ্জামান হীরা,আব্দুর রাজ্জাক রাজা,শামিম রেজা,কামরুজ্জামান রাজু,জাহিদুল ইসলাম মিল্টন,মোঃ ফরিদ উদ্দিন,হাফিজ-আল-আসাদ সোহাগ,রতন,মাসুম,সুফিয়ান,তুহিন,আশিক,ইমরান,জিনারুল সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিসিএস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃতি সাঁতারু,মেডিকেল কলেজে-২০২২ এ সুপারিশপ্রাপ্ত ১২ জনকে সংবর্ধণা প্রদান করা হয়।
এসময় পেশাজীবীদের শিক্ষার্থীবৃন্দ তাদের সফলতার তথ্য তুলে ধরেন এবং বক্তারা তাদের আলোচনায় আলোকিত আমলার সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান।ভিডিও চিত্রের মাধ্যমে সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরা হয় ও পরবর্তীতে সবাই গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Discussion about this post