মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মিরপুর উপজেলা ধুবইল ইউনিয়নে নন এমপিও এ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক শাকিল আহমেদসহ কৃতি ও গুনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি।
তিনি বলেন এই বিদ্যালয়ের অবকাঠানো উন্নয়নে সকল কাজ করা হবে। তবে শিক্ষকদের আরো যত্নবান হয়ে পাঠদান করতে হবে। মনে রাখবেন কোভিট-১৯ এর কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে,তা পুষিয়ে নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (৬ মে ২০২২) সকাল ১০ টায় অনুষ্ঠিত কৃতি ও গুনী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল আলীম স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক সাকিল আহমেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ¦ গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ধুবইল ইউনিয়ন জাসদের সভাপতি সাবেক মেম্বার জালাল উদ্দীন, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠান পরিচালনা করেন এসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহুর রহমান।
সম্বর্ধনা অনুষ্ঠানে ওই স্কলের ছাত্র ও শিক্ষকরা দাবি করে বলেন, এই বিদ্যলয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ ২২ বছর যাবৎ বিনা বেতনে চাকুরী করছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক সাকিল আহমেদ বলেন, আমি সহ অনেকেই এই স্কুলে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা বৃষ্টির পানি ঝরা টিন সেড ঘরে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ক্লাস করেছি। প্রচন্ড গরমের মধ্য গাছতলায় লেখাপড়া করেছি। এখনও এখানকার ছাত্ররা অনেক কষ্ট সয়ে লেখাপড়া করছে। এখানে ভবন নেই, নেই কম্পিউটার সুবিধা। তাই এসিকে মাধ্যমিক বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের অনুরোধ করছি। প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে সরকারকে জানাতে চাই, আমাদের এই গাঁয়ে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়কে এমপি ভুক্তি করে শিক্ষকদের পরিবার পরিচালনা করার সুযোগ দিন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৮,২০২২//

Discussion about this post