মৃত্যু দন্ড প্রাপ্ত আসামি নূর হোসেন ও তার তিন সহযোগী একটি চাঁদাবাজি মামলায় খালাস দিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ বিচারক । বৃহস্পতিবার (১২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় দেন।
খালাসপ্রাপ্ত নুর হোসেনসহ তার সহযোগীরা হলেন-শাহ জালাল বাদল, নুর উদ্দিন ও লোকমান।
চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে এখনো ভয় পায় সিদ্ধিরগঞ্জবাসীর । তাই কুখ্যাত সেই নূর হোসেন ও তার বাহিনীর ভয়ে আদালতে আসেন নাই সাক্ষীরা।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে মাদক ও চাঁদাবাজি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও এদিন কোনো সাক্ষী উপস্থিত হননি।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট বলেন, নূর হোসেনের ভয়েই আদালতে সাক্ষীরা আসতে চান না। দুই মামলায় আজ কয়েকজনের সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু কেউই আসেননি।
পুলিশকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন আদালত।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ভয়ের কোনো বিষয় নেই। মামলার বাদীই আপোষ করে ফেলেছেন। চাঁদাবাজি মামলার বাদী আপোষ করে ফেলেছেন। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, কেউ কাউকে ভয়ভীতি দেখাননি। যদি ভয়ভীতি দেখানো হতো তাহলে আমাদের কাছে অভিযোগ আসতো। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
আর//দৈনিক দেশতথ্য//১২ মে-২০২২//

Discussion about this post