কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে রহিম বাদশা নামের এক শ্রমিকের নিহত হয়েছে। শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন। নিহত শ্রমিক ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় আব্দুল খালেক জানান, নিহত রহিম বাদশাসহ ১০ থেকে ১২ জন ধান কাটা শ্রমিক সাথে ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের বোরো ধানকাটা চুক্তি নিয়ে ধান কাটার জন্য যান। ধান কাটা শেষ করে ধানের আঁটিগুলো তোলার সময় হঠাৎ বজ্রসহ প্রচন্ড বৃষ্টি হলে জমিতে অচেতন হয়ে পড়েন রহিম বাদশা। আহত হন মতিয়ার রহমান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে পথেই শ্রমিক রহিম বাদশার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//১৪ মে-২০২২//

Discussion about this post