শখের বশে নৌকায় চড়ে পিটুনির শিকার হলো পাঁচ কিশোর। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুরস্থ একটি চিংড়ী ঘেরে শখের বসে নৌকায় চড়ে বসা তারা।
এসময় ঘের মালিক আব্বাস বিশ্বাস তাদেরকে ধরে গরানের লাঠি ও নৌকার বৈঠা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে। শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫ টার এঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একজন ঘটনাটির ভিডিও ধারন করেছে বলেও জানানো হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার শিকার আবির বিশ্বাস, সুজন, শহিদ, শিমুল ও শুভ’র সকলের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
সূত্র আরো জানায়, উপজেলার নাছিরপুর বিশ্বাস পাড়ার (নিকারি) জনৈক মৎস্য চাষী আব্বাস বিশ্বাসের নাছিরপুরস্থ চিংড়ী ঘেরে তারই প্রতিবেশী সংশ্লিষ্ট কিশোররা শখের বসে ঘটনার দিন বিকেলে নৌকায় চড়ে বসে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আব্বাস। ঘেরের মধ্যে নৌকা চড়ার অপরাধে তিনি নিজেই ঘেরের মধ্যে নেমে তাদেরকে গরানের লাঠি ও নৌকার বৈঠা দিয়ে বেধড়ক পিটুনি শুরু করেন। এসময় অনেকে শারিরীক লাঞ্ছনার হাত থেকে রেহাই পেতে নৌকা থেকে লাফিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি। সকলেই কম-বেশি আহত হয়। এসময় প্রত্যক্ষদর্শীদের কয়েকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। ঘটনার শিকার অনেকের মোবাইল ফোন ও টাকা নষ্ট হয়ে যায়। ঘটনায় ঐদিনই আহতদের একজনের চাচা ওহিদুল বিশ্বাস প্রতিকার চেয়ে স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন।
এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্বাজ বিশ্বাস বলেন, তারা ঘেরের মধ্যে নৌকায় চড়ার অপরাধে তাদেরকে পিটানো হয়েছে।
পুলিশ ফাঁড়িতে অভিযোগের বিষয়টি স্বীকার করে এসআই আব্দুল আলীম বলেন, সময় স্বল্পতায় বিষয়টি নিয়ে এখনো বসাবসি হয়নি। তবে উভয় পক্ষকে তিনি শান্ত করে রেখেছেন। বর্তমানে তিনি এসপি অফিসে মিটিং এ রয়েছেন। সেখান থেকে ফিরে সন্ধার দিকে তিনি উভয় পক্ষকে নিয়ে বসে মিমাংসার চেষ্টা করবেন।
এদিকে সামান্য শখ মেটাতে নৌকা চড়ার অপরাধে কিশোরদের মারপিটের ঘটনায় অভিভাবকসহ সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৬ মে-২০২২//

Discussion about this post