সোমবার সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া চন্ডিপুরের সিরাজুল ইসলামের মেহেগুনি বাগান থেকে মঞ্জিরা খাতুনের (৩৫) লাশ পুলিশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজের স্ত্রী। মঞ্জিরা গৃহকর্মী হিসেবে কাজ করতেন দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ঠিকাদার ছাদেকুজ্জামন খান সুমনের বাসভবনে। ওই বাড়িতেই তিনি থাকতেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান জানান, সোমবার সকালে মেহেগুনি বাগানের ছোট্ট একটা শিশু গাছে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মঞ্জিরার লাশ। এ সময় তার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোর্ট ছিল। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, আগের দিন রবিবার মঞ্জিরা খাতুন মায়ের বাড়ি বেড়াতে যান। বিকালে খাওয়া-দাওয়া করে আবার গৃহকর্তা ছাদেকুজ্জামন খান সুমনের মাস্টার পাড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এর পর থেকেই নিখোঁজ ছিলেন মঞ্জিরা। এলাকাবাসী এটিকে হত্যাকান্ড বলে দাবি করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৬,২০২২//

Discussion about this post