জামালপুরের ইসলামপুরে কমিউটার ট্রেনের নিচে ঝাপ দিয়ে রাশেদা বেগম (৩৬) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ মে) দুপুরে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকা গামী কমিউটার ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
নিহত ওই গৃহবধূ মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকশিগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা য়ায়, সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ইসলামপুর মেলান্দহ উপজেলা সীমানা দক্ষিন দরিয়াবাদ এলাকায় পৌছলে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় খন্ড খন্ড হয়ে যায় দেহ।
রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক গুলজার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৬,২০২২//

Discussion about this post