কুষ্টিয়ার মিরপুরে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় মিরপুর উপজেলার পাাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দিনব্যাপি উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস, পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশি প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-হসকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ।
প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া বিএডিসি সহকারী পরিচালক (পাটবীজ) আবু বকর সিদ্দিকী।
আর//দৈনিক দেশতথ্য//১৭ মে-২০২২//

Discussion about this post