বরগুনা জেলার সদর উপজেলার পৌরশহরের নিউ সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ৩০ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।রাত ১১.৩০ মিনিটের সম এই ভয়াবহ অগ্নিকান্ডটি ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটের দিকে বরগুনা পৌরশহরের পৌর নিউসুপার মার্কেটের একটি জালের দোকান থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস এর পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আমতলী, বেতাগীতে খবর দিয়ে তাদের কয়েকটি ইউনিট এনে আগুণ নিভানো সম্ভব হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৭,২০২২//

Discussion about this post