মঙ্গলবার (১৭ মে ২০২২) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা “পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ” এর নবনির্মিত শিক্ষা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ এর সভাপতি ও পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম শিক্ষা একাডেমিক ভবনটি উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি কুষ্টিয়া জেলা পুলিশের সকল অফিসার এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে নবনির্মিত ভবনটির প্রত্যেকটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন।
নবনির্মিত শিক্ষা একাডেমিক ভবন নির্মানের ফলে সুন্দর পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণের সুযোগ সৃষ্টি হলো মর্মে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অভিমত ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত ছাত্র – ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং আগামীতে তোমাদেরকেই উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজর প্রিন্সিপাল মোঃ নাজমুল আরেফিনসহ শিক্ষক মন্ডলী, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, ডিআইও ১, ওসি ডিবি, আরআই, এবং কুষ্টিয়া জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৭,২০২২//

Discussion about this post