শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করায় শোকজ করা হয়েছে। এছাড়া টিকিট কালোবাজারির অভিযোগে অভিযুক্ত ওই ৫জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মে) বিকেলে পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহেদুল ইসলাম এ আদেশ দেন।
এ ব্যাপারে শাহেদুল ইসলাম জানান, খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার তাদেরকে না জানিয়ে টিকিট কালোবাজারির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিডি করেছেন। জিডি করার আগে তাদের বিষয়টি তার জানানো উচিত ছিল। কিন্তু তিনি তা জানাননি। সে কারণে তাকে বৃহস্পতিবার বিকেলে তাকে শোকজ করা হয়েছে।
তিনি আরও জানান, যাদের বিরুদ্ধে টিকিট কালোবাজারি করার অভিযোগ রয়েছে তাদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এর মধ্যে খুলনা রেলওয়ে স্টেশনের ট্রেন এক্সামিনার (টিএক্সআর) বায়তুল ইসলামকে চিলাহাটি, সহকারী স্টেশন মাস্টার মো. আশিক আহম্মেদকে রোহানপুর স্টেশন, সহকারী স্টেশন মাস্টার মো. জাকির হোসেনকে মহেড়া স্টেশন, খালাসি পপিদুর রহমানকে পাবর্তীপুর ও খালাসি জাফর ইকবালকে যশোরে বদলি করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post