বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার এজিএম গত ২১ মে শনিবার অবসর ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাঃ শফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ নাজমুল ফরিদ। ২০২১ সালের অডিট ও ২০২২ সালের বাজেট উপস্থাপন করেন কোষাধক্ষ্য কাজী শফিকুর রহমান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয় বাজেটের উপর আলোচনায় অংশ নেন উপদেষ্টা গোলাম সামদানী, নেহাল উদ্দিন, মতিয়ার রহমান, অধ্যাপক ইয়ার আলী, মোঃ কদম রসূল, মোঃ আব্দুর রউফ, আব্দুল মোমিন, ছানাউল্লাহ, আবু ওবাইদুল্লা। সমিতির যারা পরলোক গমণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন সমিতির ভাইস চেয়ারম্যান কাজী সামছুল হুদা।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ শফিকুর রহমান বলেন যে, আমাদের এখনও অনেকগুলি দাবী রয়েছে। আশা করি যে, বর্তমান সরকার সেগুলি পুরণে তাদের অবদান রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আপনারা যারা অবসর গ্রহণ করেছেন তারা নিজেদেরকে কখনই একা মনে করবেন না। আপনাদের পাশে আমরা আছি। আপনাদের দিক নির্দেশনা নবীনদের উপকারে আসবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২১,২০২২//

Discussion about this post