শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সালতা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) সকাল ৬ টার দিকে তেলিখালী গ্রামের গেট সংলগ্ন থেকে লাশটি উদ্ধার করা হয়।এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানায়, নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর। গায়ে কোন পোশাক ছিল না। পরনে কালো প্যান্ট, ডান হাতের বাহুতে মাদুলি বাধা আছে, মাথায় চুল ও মুখে হালকা দাঁড়ি আছে। লাশটি অর্ধ গলিত অবস্থায় নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করলে পুলিশ নদী থেকে অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে। লাশটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post