
মোঃ আখতারুজ্জামান
সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৫) সম্পন্ন হওয়ায়, নবনির্বাচিত সভাপতি মোঃ আখতারুজ্জামান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বার্তায় নবনির্বাচিত সভাপতি মোঃ আখতারুজ্জামান সকল ভোটার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে সকল ভোটারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি মোঃ আখতারুজ্জামান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে করে মালিক-শ্রমিক ও সাধারণ জনগণের স্বার্থে সুন্দরভাবে কাজ করতে পারেন।
উল্লেখ যে, গত ২১ মে ২০২২ খ্রি. শনিবার কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২০২৫) সম্পন্ন হয়। এতে আখতার-নূরু-সেলিম পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করে কুষ্টিয়া পৌরসভার সর্বপ্রথম জনগণের ভোটে নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান ম. আ. রহিম এর সুযোগ্য পুত্র ও জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৬২) মরহুম জেহের আলী মন্ডলের নাতি মোঃ আখতারুজ্জামান জয়লাভ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৩, ২০২২//

Discussion about this post