শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা): পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ১৮ রানে পরাজিত করে সমাজকর্ম বিভাগ জয়লাভ করেছে। মঙ্গলবার (২৪ মে) সকালে কলেজ মাঠে প্রথমে ব্যাট করতে নেমে সমাজকর্ম বিভাগ নির্ধারিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।
জবাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ১৮ রানে সমাজকর্ম বিভাগ জয়লাভ করে। সর্বোচ্চ ২৬ রান ও ৩ উইকেট নিয়ে সমাজকর্ম বিভাগের তানভীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
এরআগে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, এফএম ইলিয়াস হোসেন, আমানুল্লাহ গাজী, জা ম আব্দুল হাকিম, শ্যামল কুমার, স্বপন কান্তি ঘোষ, শহিদুল ইসলাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, মাহবুবা নাজনীন ইরানী, মোমিন উদ্দীন, লুৎফা ইসলাম, সুলতানা জাহান, লিলিমা খাতুন, তারেক আহম্মেদ, আছাবুর রহমান, তরুণ কান্তি মন্ডল, রহমত আলী, পলাশ কান্তি মন্ডল, রঞ্জিতা রানী, উন্মে হায়াত মেহেরা বানু, উজ্জ্বল বিশ্বাস, মল্লিকা অধিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post