দৌলতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন কুষ্টিয়া স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে।
মঙ্গলবার (২৫ মে) বেলা ১১ টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফরোজ শাহীন খশরু এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে।
এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে বলেন, সীমাবদ্ধতা স্বত্ত্বেও স্থানীয় পর্যায়ের উন্নয়নের ধারা অব্যহত রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জনপ্রতিনিধিরা সেই জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। ‘স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে হলে আগে সকল সমস্যা চিহ্নিত করতে হবে । সমস্যা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে সমস্যার সমাধান করাও আমাদের জন্য সহজ হবে। আমরা অনেক সময় অনেক প্রকল্প বাস্তবায়ন করে থাকি সেখানে সচ্ছতা নিশ্চিত করতে হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫, ২০২২//

Discussion about this post