দেশে ধান উৎপাদনের প্রধান মৌসুম বোরোর এই সময়ে বাজারে চালের দাম থাকার কথা সবচেয়ে কম। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। গতবছর এই সময়ের তুলনায়, দাম বেশি কেজিপ্রতি ১৮ টাকা পর্যন্ত। দুই সপ্তাহের ব্যবধানে, কেজিতে দাম বেড়েছে ১২ টাকা।
চট্টগ্রামে পাইকারী ব্যবসাকেন্দ্র পাহাড়তলীর তথ্য বলছে, গতবছরের এইসময়ের তুলনায় নাজিরশাইল কেজিতে ১২টাকা, কাটারি ও মিনিকেট আতপ ১০ টাকা, পায়জাম ও বেতি আতপ ৮ টাকা বেড়েছে। স্বর্ণ সিদ্ধ ও মিনিকেট সিদ্ধের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা। সবচেয়ে বেশি জিরাশাইলের দাম বেড়েছে মানভেদে ১৮ টাকা পর্যন্ত। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে জিরাশাইল ১০, নাজিরশাইল, মিনিকেট সিদ্ধ ও আতপ ৮ টাকা আর কাটারি আতপ ও পায়জাম চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৬ টাকা।
দিনে দিনে দাম বাড়ছেতো বটেই, কখনো কখনো ঘণ্টার ব্যবধানেও চালের দাম যেন পাগলাঘোড়া। ফলে বাজারে এসে মাথায় হাত খুচরা ব্যবসায়ীদেরও।
ভোক্তা প্রতিনিধি জেলা ক্যাব বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন অভিযোগ করে বলেন, চালের বাজারও ভোজ্যতেলের মতো সিন্ডিকেটের দখলে। যার ওপর কোন নিয়ন্ত্রণই নেই সরকারের তদারকি প্রতিষ্ঠানগুলোর।
স্বাভাবিক সময়ে যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে প্রায় একশো ট্রাক চাল আসে. সেটি এখন নেমেছে অর্ধেকেরও কমে।
জা//দেশতথ্য/২৬-০৫-২০২২//০৫.০২ পি এম

Discussion about this post