মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নে ভূমি মহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গুলশান আরা। আজ শনিবার (২৮ মে) তিনি এ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, রেভিনিউ ডেপুটি কালেক্টটর হা-মীম তাবাসসুম প্রভা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের মোল্লা প্রমুখ ।
প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক গুলশান আরা আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ইউনিট ঘুরে দেখে উপকার ভোগিদের সঙ্গে কথা বলেন। কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন বলে কর্মকর্তাগন জানিয়েছেন।

Discussion about this post