মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ময়নাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এবং শিক্ষক নিয়োগসহ নানা অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকার দুই ব্যক্তি। এরা হলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলিমুল হক হাব্বান এবং সাবেক কো-অপট সদস্য বিরাজুর রহমান বিরাজ।
লিখিত অভিযোগে জানা গেছে, ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের পুর্বে একটি অসাধু চক্র নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিবাহিতদের পিতা-মাতা, বিদেশী ও মৃত অভিভাবকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিজেদের ইচ্ছেমত এডহক কমিটি গঠন করে। পরে এডহক কমিটির সদস্যদের সভাপতি নির্বাচিত করেছেন যা প্রবিধান মালার ৮(১) উপ প্রবিধান (২) এর ৩ ধারা অমান্য করে এডহক মটির সভাপতি শাহ মাজমুল হক মাসুমকে সভাপতি করে বোর্ডে পাঠায়। বোর্ড প্রবিধান ২৯ এর অধিনে প্রঙ্গাপন জারির ৩০ দিনের মধ্যে ৭(ঝ) অনুসরন করার বিধান থাকলেও ম্যানেজিং কমিটি নিয়ম বহির্ভুত ভাবে শিক্ষক নিয়োগের জন্য উঠে পরে লেগেছে।
এদিকে অভিযোগের পর উপজেলা নির্বাহী অফিসার ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরীকে প্রধান করে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন। তিনি তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করেছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযোগকারী বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলিমুল হক হাব্বান এবং সাবেক কো-অপট সদস্য বিরাজুর রহমান বিরাজ বলেন, কমিটি বাতিল এবং শিখ্ষক নিয়োগ দেওয়া বন্ধ করা না হলে প্রয়োজনে তারা আদালতে মামলা দায়ের করবেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহার সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তার মতামত নেওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বোর্ডের নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি গঠন এবং নিয়োগ প্রক্রিয়া চলছে। কোন অনিয়ম হয়নি।

Discussion about this post