মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে একটি এলইডি টিভি অনুদান দিয়েছেন মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ও ইবিএস গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক মো. রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। গতকাল শনিবার (২৮ মে) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে এলইডি টিভি প্রদান করেন।
আজ রবিবার (২৯ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীগন দেশ ও জনগনের জানমাল রক্ষায় জীবন বাজি রেখে সেবা প্রদান করে আসছে। তাদের বিনোদনের জন্য অফিসে কোন টিভি ছিল না। দীর্ঘ দিন পর সমাজ সেবক মো. রাফিউর রহমান ইউসুফজাই সানি অফিসের জন্য একটি টিভি উপহার দেওয়ায় তানা অনুপ্রানিত হয়েছেন। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শামীন আলম, উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের নেতা মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন চৌধুরী প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post