গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় আল মামুন নামের ১ জন আহত হয়েছে।
আহত আল মামুন বারাদী ইউনিট ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মোমিনুল ইসলামের জামাতা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনুল ইসলামের সমর্থকরা বারাদী ইউনিট ছাত্রলীগের লীগের সভাপতি আল মামুনের নেতৃত্বে নৌকার পোস্টার মারার জন্য বের হন। এসময় বারাদী হাইটেক পার্ক এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ সালেহ আল আজিজ (টনিক বিশ্বাস) এর আনারস মার্কা প্রতীকের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে টনিক বিশ্বাসের সর্মথকরা মামুনের উপর হামলা করলে তার মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং জখম হন। আহত মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বারাদী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মোমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অপর প্রাথী আনারস মার্কা প্রতীকের টনিক বিশ্বাস জানান, প্রতিপক্ষরা নৌকা সমর্থনে আমার অফিসের সামনে পোস্টার মারছিলো। অফিসে তাদেরকে পোস্টার মারতে নিষেধ করা হয়। এ সময় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা এসে আমার অফিস ভাঙচুর করে ও আমাদের উপর হামলা করে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post