দৌলতপুর কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে অবৈধ ৩টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
দৌলতপুর স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের নেতৃত্বে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ও আসপাশের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালায়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় দৌলতপুর ডিজিটাল সনো ও ডায়াগনষ্টিক সেন্টার, সিদ্দিকা ডায়াগনষ্টিক সেন্টার ও দৌলতপুর ফিজিও থেরাপি সেন্টার বন্ধ ও সিলগালা করে দেন।
এরআগে গত রবিবার হোসেনাবাদ সুপার সনো হাসপাতাল ও ডাংমড়কা আল মদিনা ক্লিনিক সিলগালা করে দেন দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের ভ্রাম্যমান টিম।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুরের স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে ও আসপাশের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ ও সিলগালা করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post