মামলার হাজিরা দিতে অটোরিকশায় করে আদালতে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন। কিন্তু আদালতে যাওয়া হলো না তাদের। পথেই পুরো পরিবারকে শেষ করে দিল ঘাতক ট্রা
বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের বাড়ি পাংশা উপজেলার পাট্যা ইউনিয়নের পুইজোড় গ্রামে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য একই পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন। রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোর পেছনে থাকা প্রাইভেটকারেও ধাক্কা লাগে ট্রাকটির। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরো তিনজন মারা যান।
তিনি আরো জানান, প্রাইভেটকারের চালক ও অটোরিকশার আরেক যাত্রীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।
জা//দেশতথ্য/০১-০৬-২০২২//১২.০৭ এএম
–

Discussion about this post