শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ পাইকগাছার ব্যস্ততম বানিজ্যিক উপশহর কপিলমুনির বাইপাস সড়কের গোলাবাটি এলাকায় মাছ বোঝাই ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে খাদে পড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় আলমসাধুর চালক আহত হয়।
এলাকাবাসী জানান, পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সদরের অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের অনুপযোগী হয়েছে আগেই। এমন পরিস্থিতিতে ভোগান্তি ও যানজট এড়াতে অধিকাংশ ট্রাক,লরি,পিকআপসহ কাভার্ড ভ্যানগুলো বাইপাস দিয়ে চলাচল করে। এতে বাইপাসের অনেক এলাকা মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এখন সেখানে সাধারন ভ্যান গাড়িও ঢুকতে পারেনা।
এদিকে ক্ষতিগ্রস্ত বাইপাসের উত্তর সলুয়াস্থ গোলাবাটি এলাকায় পানি সরবরাহের ড্রেনের মুখটিও মাটি-ইট ভরাট হয়ে বন্ধ হয়ে গেছে। সড়কের ইট উঠে স্তুুপ তৈরি হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের চলাচরেও দূভোগ সৃষ্টি হয়েছে।
অবস্থাদৃষ্টে এলাকাবাসী সড়কে ইটের স্তুপ তৈরী করে যান বাহন চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানান, চলতি বছর পাইকগাছা-খুলনা প্রধান সড়কটিতে সংস্কার কাজ চলমান থাকায় ও বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হওয়ায় কপিলমুনির এ বাইপাস সড়কটিতে চাপ বাড়তে থাকে। এ অবস্থায় নিষেধ সত্ত্বেও ভারী যানবাহন ঢুকিয়ে দেয় চালকরা। ফলে গোলাবাড়ি সংলগ্ন পানি সরবরাহের জরাজীর্ণ মাধ্যমটিতে রাস্তার দুপাশের মাটি ধুঁয়ে বাইপাস সড়ক সংকীর্ণ ও পানির ড্রেনটি বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাইপাস সড়ক দিয়ে মাছ বোঝাই আলমসাধু ঢুকানোর পর সড়কে ভগ্নাংশে পৌঁছালে সেটি উল্টে খাদে পড়ে। চালকও আহত হয এসময়। এ অবস্থায় সেখানে অতিদ্রুত পাকা কালবার্ট নির্মাণ জরুরী হয়ে পড়েছে। এব্যাপারে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এমপি’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Discussion about this post