সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে সবকিছুরই খরচ বাড়ছে। তাতে দেশের বাইরে যেতে আগের তুলনায় বাধ্য হয়েই সবাইকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বর্তমানে ৩-৪ লাখ টাকার টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০-১১ লাখ টাকায়।
এমন অবস্থায় নিজেদের খরচ কমাতে এবার আসন্ন বিদেশ সফরে সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরুপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’
তিনি আরো বলেন, ‘এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। তো খরচ একটা বড় ইস্যু। সেজন্য আজকের সভায় আমরা বলেছি এই খরচ কমিয়ে আনতে হবে। এতোদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতা স্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়-স্টাফ পাঠিয়েছি।’
সামগ্রিকভাবে খরচ কমাতে বোর্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বাজেট কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন পাপন। খরচ কমানোর বিষয়টি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু করতে চায় বিসিবি। তাতে কমতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারের সংখ্যাও। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি।
পাপন বলেন, ‘এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে হবে।’
তিনি যোগ করেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু। এখানেও যাদেরকে না পাঠালেও চলে… এরকম কিছু হয়তো বাদ যাবে। তার মানে আমাদের ঘোষিত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমতেও পারে। তবে এটি চূড়ান্ত নয়।’
জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৩.৪০ পিএম

Discussion about this post