ইতালিকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি লা ফিনালিসিমার শিরোপা ঘরে তুলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আলবিসেলেস্তরা। ম্যাচে গোল না পেলেও দুই অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হন মেসি। এ শিরোপাটি ছিল কোপা আমেরিকার পর এক বছরেরও কম ব্যবধানে আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা।
এক বছরের ব্যবধানে দুই শিরোপা ঘরে তোলায় আর্জেন্টিনার ড্রেসিংরুমে উল্লাসের মাত্রাটা দ্বিগুণ থাকবে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই। শিরোপা জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে খেলোয়াড়দের উল্লাসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা মেরে গান গাচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’
আর্জেন্টাইনদের এমন উদযাপন স্বাভাবিকভাবে মেনে নেয়নি ব্রাজিলিয়ান সমর্থকরা। মানতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রও। তাইতো প্রকাশ হওয়া সেই ভিডিওতে কমেন্টস করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’ এ নিয়ে রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলোও। প্রকাশিত সে রিপোর্টের নিচে মন্তব্যের ঘরে কেউ কেউ যেমন নেইমার ও ব্রাজিলকে ধুয়ে দিচ্ছেন আবার কেউ কেউ নেইমারের পাশেও দাঁড়াচ্ছেন।
জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৬.০৬ পিএম

Discussion about this post